সাজিদা জেসমিন »
অনেক তর্ক-বিতর্কের পর নিজ সিদ্ধান্তে অটল
রয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি। সেই বিবেচনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডে নেই মুশফিক। এই ব্যাপারে গণমাধ্যমে অভিমত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রথম ইনিংস শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন- আজ সিরিজ নিশ্চিত হলে ৩য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলানো সম্ভাব্য ১১ জনকে খেলানো হবে। যার ফলে ৩য় ম্যাচের মূল দল থেকে বাদ পড়বেন মুশফিকুর রহিম।
তিনি আরো বলেন- কোচ, নির্বাচকদের সঙ্গে বসে মুশফিক তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে তার সিদ্ধান্তে অটল আছেন। আজকের ম্যাচে পূর্বে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সে হিসেবে ম্যাচ টাইগারদের হাতে রয়েছে। কোনরূপ সমস্যা না থাকলে আজকেই নির্ধারিত হবে সিরিজ।
আজকের ম্যাচে সিরিজ নির্ধারিত হলে পরিবর্তন আসবে শেষ ওয়ানডেতে । পাকিস্তানে যারা যাবেন, তাদের নিয়েই সাজানো হবে একাদশ। নান্নু বলেন- “মুশফিক আমাদেরকে জানিয়ে দিয়েছে সে পাকিস্তান সফরে যাচ্ছে না। আমরা আজকে সিরিজ নিশ্চিত হয়ে গেলে শেষ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। যারা পাকিস্তানের বিপক্ষ খেলবেন, তারাই সিরিজের শেষ ম্যাচটিতে খেলবেন।”