https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা বিশ্বের দুই প্রান্তে অবস্থিত দুই দেশের। তবে ক্রিকেট নামক খেলার আদলে এক হয়ে গেছে দুই দেশ, নিয়ে এসেছে ভ্রাতৃত্বের বন্ধন।
বাংলাদেশ দলের পক্ষে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডার হবার গৌরব অর্জন করার পাশাপাশি অসংখ্য রেকর্ডও রয়েছে তার নামের পাশে। গত বিশ্বকাপে সাকিব যেন ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ জিতেছিল টাইগাররা সেই তিন ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার ডেল স্টেইনকেও সারা বিশ্ব চিনে থাকে তার ক্ষিপ্র গতির বলের কারণে। সম্প্রতি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেইন।
সাকিবের সাথে স্টেইনের সম্পর্ক কতটা গভীর সেটা প্রকাশ করেছেন ডেল স্টেইন নিজেই। স্টেইন তার সত্যায়িত ইন্সটাগ্রামে সাকিবের সাথে একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখেন, ‘তুমি অত্যধিক ভালো’