https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
উইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাত্র ৫ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও দলকে জয়ের দেখা এনে দিতে পারেননি কার্লোস ব্র্যাথওয়েট।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দল শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে। দলীয় ৭ রানে দুই ওপেনার ফিরে যাবার পর দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। রস টেলরকে নিয়ে গড়েন ১৬০ রানের বিশাল জুটি। ৯৫ বলে ৬৯ রান করে ক্রিস গেইলের স্পিনে ক্যাচের শিকার হয়ে ফিরে যান টেলর। মিডল অর্ডারে জেমি নিশাম ২৩ বলে ২৮ রান ব্যতীত বলার মত রান করতে পারেননি বাকি ব্যাটসম্যানরা। অধিনায়ক উইলিয়ামসন ১৫৪ বলে খেলেন ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে টপ অর্ডারে দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পরে উইন্ডিজও। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান শাই হোপ ও নিকোলাস পুরান বিদায় নেন দলীয় ২০ রানের মাথায়। তৃতীয় উইকেট জুটিতে হেটমেয়ারের সাথে ১২২ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে ধাবিত করতে থাকেন ক্রিস গেইল। তবে হেটমেয়ার ৫৪ রানে বিদায় নেয়ার পর গেইলও বিদায় নেন ৮৭ রানে। এতেই ব্যাকফুটে চলে যায় ক্যারিবিয়ানরা। সেখান থেকে দলকে আলো দেখান কার্লোস ব্র্যাথওয়েট। ইনিংসের ৪৯তম ওভার পর্যন্ত ম্যাচকে টেনে নিয়ে শেষটা করে নিতে পারেননি নিজেদের। জেমি নিশামের বলে ক্যাচ দিয়ে ব্র্যাথওয়েট ফিরে গেলে ক্যারিবিয়ানরা ম্যাচ হারে মাত্র ৫ রানে। আউট হবার আগে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে ৮৭ বলে আসে ১০১ রানের ইনিংস।