তীরে এসে তরি ডোবালেন মিরাজ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা। ৩০৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। মেহেদী হাসান মিরাজ আউট হব ৯৭ রানে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা পেয়েছেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে ১৫তম বার পাঁচ উইকেটের দেখা পেলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে ১০৬ রান।

চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে যান নাঈম হাসান। রাবাদার নিচু বলে এলবিডব্লিউ হন টাইগার এই ব্যাটসম্যান। এরপর তাইজুল ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অপরপ্রান্তে শতকের জন্য লড়ছিলেন মেহেদী হাসান মিরাজ। মাঝে কিছু দারুণ শট খেলে শতকের আরও কাছে চলে যান। তবে রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে শতকের আক্ষেপ নিয়ে ফেরেন টাইগার এই অলরাউন্ডার। ১৯১ বলে ১০ চার এবং এক ছক্কায় ৯৭ রানে আউট হন মিরাজ।

চতুর্থ দিনের তিনি উইকেটের দুইটিই নিয়েছেন রাবাদা। যার ফলে ইনিংসে ৬ উইকেট পেলেন প্রোটিয়া এই পেসার। ৩ উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আর বাকি উইকেটটি মুল্ডারের।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ইনিংস হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে মিরাজ ও জাকের আলীর দুর্দান্ত জুটিতে সেই শঙ্কা কাটিয়ে লিড পায় টাইগাররা। তবে লিডটা বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ২০৪ রানের কম লক্ষ্য দিয়ে কখনও জিততে পারেনি টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »