নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সময়ের ব্যবধানটা তিন বছরের, কড়ায়-গণ্ডায় হিসাব করলে ১০২০ দিন। এই সময়টা সেঞ্চুরিবিহীন কেটেছে একজনের। তার নামটা শুনলেও অবাক হওয়া লাগবে। তিনি বিরাট কোহলি। অবশেষে এশিয়া কাপেই অবসান হলো সবকিছুর।
সেঞ্চুরি হাঁকানোটা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল বিরাট কোহলির। অথচ গত তিন বছরের অধিক সময় ধরে তার ব্যাটে সেঞ্চুরি খরা। এশিয়া কাপে দুই ফিফটিতে সেই খরা কাটানোর ইঙ্গিত দিয়ে অবশেষে দেখা পেয়ে গেলেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরির।
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিরা ছুঁয়েছেন তিনি। ৬১ বলে ১২টি চার আর ৬টি ছক্কায় ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। এটা তার পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি।
আর তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৭১তম সেঞ্চুরি পেলেন কোহলি। যা ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটারের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। তিন সংস্করণ মিলিয়ে সেঞ্চুরি সংখ্যায় পন্টিংয়ের পাশে বসলেন কোহলি। তার সামনে এখন কেবলই সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার।
কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে। বাংলাদেশের বিপক্ষে পিংক বল টেস্টে। সেটা অবশ্য ২০১৯ সালের নভেম্বরের কথা। প্রায় তিন বছরের ব্যবধানে কোহলির ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। শুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাই অধরা ছিল তার কাছে।