নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১০ শে অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ ( এনসিএল) এর ২১ তম আসর।
আন্তর্জাতিক ম্যাচ গুলোর জন্য টাইটেল স্পন্সর হর হামেশায় পাওয়া গেলেও ঘরোয়া ক্রিকেটে দেখা যায় তার ব্যতিক্রম চিত্র । ঘরোয়া ক্রিকেটে পাওয়া যায় না বড় কোন স্পন্সর কারন তারা ঘরোয়া ক্রিকেটে মিশতে স্পন্সর হতে চায় না। সেদিকে ভিন্নতা রয়েছে ইলেক্ট্রনিকস পন্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালটনের। ঘরোয়া আসরের নিয়মিত টাইটেল স্পন্সর ওয়ালটন তাদের সম্পর্কটা আরও দীর্ঘ করলো এবারের এনসিএলের সাথে যুক্ত হয়ে। আগামী তিন মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের টাইটেল স্পন্সর হিসেবে নাম লেখালেন তারা।
আজ ৭ ই অক্টোবর হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে আলোচনায় বসেন বিসিবি ও ওয়ালটন কোম্পানী। বিসিবির পক্ষে চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আর ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ। চুক্তি শেষে এনসিএলের ২১ তম আসরের লোগো উন্মোচন করেন তারা।
চুক্তি শেষে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী ও উদয় হাকিম। প্রধান নির্বাহী নিজসম উদ্দীন চৌধুরী জানান, ‘আমরা ওয়ালটনের সাথে চুক্তিবদ্ধ হয়ে খুবই খুশি। তারা আমাদের সাথে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’
এছাড়া উদয় হাকিম নিজেদের খুশির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেটের সাথে আবারও যুক্ত হয়ে বেশ আনন্দিত। শুধু নিজেদের ব্র্যান্ডিংয়ের জন্যই নয় মূলত একটা সামাজিক দায়বদ্ধতা কাজ করে সেখান থেকেই আমাদের যুক্ত হওয়া।’