তিন ফরমেটেই খেলার পক্ষে নন আমির

নিউজ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-২০ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান। উষ্টারশায়ারে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা এখন ডার্বিতে অনুশীলন করছে। সন্তান সম্ভববা স্ত্রীর পাশে থাকতে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন পেসার মোহাম্মদ আমির। তবে সম্ভাব্য সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হওয়ায় দলের ফিরতে ইচ্ছুক আমির।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকেও তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তার আগে অবশ্য তাকে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। নিজের কথা বলতে গিয়ে আমির বলছিলেন, ‘জাতীয় দলে প্রত্যাবর্তনের পর তিন সংস্করণে খেলে বড় ভুল করেছি। ভবিষ্যতের ক্রিকেটারদের একই ভুল না করার পরামর্শ দিতে চাই। প্রত্যেকেরই উচিত প্রথমে একটি-দুটি সংস্করণে খেলে নিজেদের সীমা পরীক্ষা করা ও ভালো ছন্দ খুঁজে পাওয়া। যদি তাদের মনে হয় তারা পারবে, তবেই কেবল তাদের তৃতীয় সংস্করণে খেলা উচিত।’

নিজের ক্যারিয়ারকে আরো দীর্ঘ করতে চান আমির। আরো  পাঁচ-ছয় বছর দলকে সার্ভিস দিতে চান তিনি। তাই সবাইক্ব একটি বা দুইটি নির্দিষ্ট ফর্মেট নিয়ে ভাবার পরামর্শ দেন তিনি। আমি আরো বলেন, ‘পেসারদের আরো সতর্ক হতে হবে। সব সংস্করণে ফেরার ভুল সিদ্ধান্ত নেওয়ার দুই বছর পর আমার সমস্যা হয়েছিল। ২০১৮ সালে আমি চোটে পড়ি। এই কারণে আমি নিজেকে সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ করে রেখেছি। আশা করি, আমার ক্যারিয়ার পাঁচ থেকে ছয় বছর দীর্ঘায়িত করতে পারব।’

আমিরের দলে আসা নিয়ে কোচ ওয়াকার বলেছেন, ‘দলে কেউ অপরিহার্য নয়। তাকে একাদশে ঢুকতে গেলে নিজেকে প্রমাণ করে আসতে হবে, আমাদের দেখতে হবে তার কী অবস্থা। যদি সে ভালো অবস্থায় থাকে, এরপরই আমরা তাকে দলে নেব এবং খেলাব। কিন্তু কেউই অপরিহার্য নয়। আমি কখনো ভাবি না যে, আমরা একজন ক্রিকেটার ছাড়া কাজ করতে পারব না। এমন ভাবনা ভুল।’

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »