সাকিব শাওন : »
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। করোনা বিরতি কাটিয়ে আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে এ টুর্নামেন্টটির দশম আসর। আর এবারের এই আসরে তিনটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
আসন্ন আসরে পাওয়ার প্লে কমিয়ে আনা, ‘এক্স ফ্যাক্টর প্লেয়ার’ এবং ‘ব্যাশ বুস্ট’ নামক তিনটি অভিনব পন্থা চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। কোচ ও অধিনায়কের ভাবনা বাড়তেই এমনটি করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ছয় ওভারে থাকে পাওয়ার প্লে। বিগ ব্যাশের নতুন নিয়ম অনুযায়ী সেটি কমিয়ে এনে করা হবে চার ওভার। বাকি দুই ওভার ইনিংসের এগারোতম ওভার থেকে যেকোনো সময়ই চাইলে নিতে পারবে ব্যাটিং দল। ওই দুই ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবেন কেবল দুইজন ফিল্ডার।
‘এক্স ফ্যাক্টর প্লেয়ার’ নামে আরও একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ কতৃপক্ষ। যেখানে ম্যাচের প্রথম দশ ওভারের মধ্যে যেকোনো দল চাইলে পরিবর্তন আনতে পারবে তাদের পরিকল্পনায়। প্রথম ইনিংসের দশ ওভারের মধ্যে এক ওভারের বেশি বল করেননি অথবা ব্যাটিংয়ে নামেননি এমন ক্রিকেটারকে বদলি করা যাবে।
তৃতীয় পরিবর্তনের নাম দেয়া হয়েছে ‘ব্যাশ বুস্ট’। যেটি দেওয়া হবে দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে। প্রথমে ব্যাট করা দল দশ ওভার শেষে যা রান করেছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল যদি নিজেদের দশ ওভারে সেটি ছাড়িয়ে যেতে পারে তাহলে তারা পাবে বোনাস পয়েন্ট।
এই তিন পরিবর্তনের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ক্রিকেট কনসালটেন্ট উডহিল বলেন, “আমাদের নতুনত্ব আনতে হবে কারণ মানুষ পরিবর্তন পছন্দ করে। কিন্তু আমার মনে হয় এটা সত্যিই খেলাটাকে আরও উন্নত করবে। এটা দলের কোচ ও অধিনায়ককে আরও চাপে রাখবে।’’
নিউজক্রিকেট/এসএস