নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এক দিপক চাহারের কাছেই বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নিজের ঝুলিতে নিয়েছিলেন চাহার।
চাহারের তান্ডবে ৩০ রানের ব্যবধানে ম্যাচ পরাজিত হয়ে আর ইতিহাস রচনা করা হয়নি টাইগারদের।
৩ দিনের ব্যবধানে আবারো হ্যাটট্রিকের স্বাদ নিলেন ভারতীয় পেসার দিপক চাহার।ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচে রাজস্থানের হয়ে মাঠে নামেন চাহার।বিদর্ভের বিপক্ষে এই ম্যাচে পরপর তিন উইকেট তুলে নিয়ে আবারো হ্যাটট্রিক করেন চাহার।বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচায় প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন তিনি।
উল্লেখ্য ইনিংসের ১৩তম ওভারে একে একে দর্শন নালকান্দে,শ্রীকান্ত ওরাঘ ও অক্ষয় ওয়াদকারকে
সাজঘরে ফিরিয়ে নিজের হ্যাটট্রিক তুলে নেন দিপক চাহার