নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে আয়োজন হচ্ছে তিনজাতির টি২০ সিরিজ। গতকাল সিরিজের ১ম ম্যাচে হেগ এর স্পোর্টস পার্কে স্কটল্যান্ডকে ৪১ রানে হারিয়েছে স্বাগতিক নেদারল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে নেদারল্যান্ড। সর্বোচ্চ ৪৩ রান করেন মাইকেল লেভিট। বিক্রমতজিত ১৮ বলে ৩৯ রান করেন। জবাবে কিংমার বোলিং তোপে পড়ে মাত্র ১২৬ রানে অলআউট হয় স্কটল্যান্ড। ৪১ রানে জয় তুলে নেয় ডাচরা। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ম্যাথু ক্রস। কিংমা ৪ উইকেট শিকার করেন।
আজ সিরিজের ২য় ম্যাচে রাত ৯ টায় একই ভেন্যুতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ড।
আসন্ন টি২০ বিশ্বকাপে এ গ্রæপে খেলবে আয়ারল্যান্ড। বি গ্রæপে স্কটল্যান্ড এবং ডি গ্রæপে খেলবে নেদারল্যান্ড।