https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২১তম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে খর্ব শক্তির আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ৪৮ ওভারে। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের বোলিং তোপে পড়ে মাত্র ১২৫ রানেই গুটিয়ে গেছে আফগানরা।
টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান ওপেনিং জুটিতে গড়ে ৩৯ রান। ওপেনার হজরতউল্লাহ জাজাই ২৩ বলে ২২ রান করে ফিরে যান। একটু পর রহমত শাহ ফিরে গেলে শুরু হয় তাহিরের ঘুর্ণি। একে আফগান ব্যাটসম্যানদের ফিরিয়ে উইকেটের উৎসব শুরু করেন তাহির। লোয়ার অর্ডারে এসে রশিদ খান করেন ৩৫ রান। দলের বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে ৩৪.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
বল ইমরান তাহির একাই নেন ৪ উইকেট। বাকি বোলারদের মধ্যে মরিস ৩টি, ফেলোকায়ো ২টি এবং রাবাদা নেন ১টি উইকেট।