তাসকিনকে নিয়ে শঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুর্দান্ত ঢাকা। এই ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে পুরো বোলিং স্পেল না করে মাঠ ছাড়েন পেসার তাসকিন আহমেদ। পরে নামেননি ব্যাটিংয়েও। শঙ্কা তৈরি হয় তাসকিনকে নিয়ে।

ঢাকার আরেক পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন তাসকিনের ফিঠে হালকা টান লাগায় মাঠ থেকে উঠে যান। তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

শরিফুল বলেন, ‘তাসকিন ভাইয়ের পিঠে হালকা (টান) লেগে আসছিল সেজন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, নিজেও ঝুঁকি নিতে চাননি উনি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি সমস্যাটা বেড়ে যায়, এজন্য তাকে রাখা হয়েছে। উনি এখন ঠিক আছে, পরের ম্যাচে দেখা যাক কি হয়।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »