তারুণ্যশক্তি তৌহিদ হৃদয়ে সবার ভরসা

সাজিদা জেসমিন »

একদিন পরেই মাঠে গড়াবে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ। সব দলের সাথে বাংলাদেশি যুবারাও তৈরি নিজেদের সেরাটা দিতে। অন্যান্য দলের চেয়েছে অনুর্ধ্ব -১৯ দল বের প্রতিই যেন সমর্থকদের ভরসা একটু বেশি। আর অন্যান্য বারের চাইতে এবারের দলটা তুলনামূলকভাবে বিদেশের মাটিতেও শক্ত প্রতিপক্ষ। তাই অন্যদের মতো টুর্নামেন্ট জয়ের প্রত্যাশা করতেই পারেন।

এবার দলে রয়েছে বেশকিছু অভিজ্ঞ তরুণ খেলোয়াড়। পারফরম্যান্সের তুঙ্গে কে আছেন সেই হিসেব করতে গেলে সবার মুখে আসবে তৌহিদ হৃদয়ের নাম। ২০১৯ বর্ষটা ভালোই কেটেছে হৃদয়ের। তবে মূলত আলোচনায় আসেন ২০১৯ সালের বিপিএলে সিলেটের হয়ে ওয়ার্নারের সাথে খেলেন। ভুল বুঝাবুঝির কারণে ওয়ার্নার আউট হলে সমালোচিত হন হৃদয়। তবে ১বছরেই পারফরম্যান্স দিয়ে সমালোচনা কাটিয়ে উঠেন।

২০১৯ সালে খেলেছেন অনুর্ধ্ব বিশ্বকাপ। তাই দলের অন্যদের চাইতে অভিজ্ঞতার ঝুলিতে একটু বেশিই আছে হৃদয়ের। সাম্প্রতিক সময়ে যুবা ক্রিকেটে সেরাদের একজন তৌহিদ হৃদয়। ২০১৯ বর্ষে বাংলাদেশি যুবাদের মধ্যে সর্বোচ্চ রান তার ঝুলিতে। গতি বছরে ২০ ইনিংসে করেছেন ১০০১।

সারাবছর অসাধারণ ফর্মে থাকা হৃদয়ের উপর তাই সমর্থকদের ভরসা অনেক বেশিই। সমর্থকরাও তাই তৌহিদের উপরই ভরসা করে স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামবেন আগামি ১৮ই জানুয়ারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »