নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকালে ক্রিকেটারদের যোগাযোগ হয় বিসিবি প্রধান নির্বাহীর সাথে। এর পর বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান।
এর পর সাংবাদিকদের জানান সব ধরনের দাবী মেনে নিতে প্রস্তুত বিসিবি। এবং ক্রিকেটারদের জন্য দরজা সব সময় খোলা থাকা সত্ত্বেও কেনো তাকে কিছু জানানো হয়নি সে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিসিবিতে উপস্থিত থাকা মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিকদের সাথে সাড়ে তিনটা নাগাদ সেখানে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং নাঈমুর রহমান দুর্জয়। এ সময় জালাল ইউনুস জানান বিকাল ৫’টা নয় বরং যে কোন সময়ই বসতে পারে ক্রিকেটাররা। বিসিবির পাশাপাশি মিডিয়া কর্মীদেরকেও ক্রিকেটারদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সেখানে কোন খেলোয়াড় ছিল কিনা বলতে পারবোনা। তবে উনি (পাপন) এবং দুর্জয় ছিলেন।আমরা অপেক্ষা করবো, তারা যদি ৫’টার পরেও আসতে রাজী থাকেন আসতে পারেন। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আপনারাও চেষ্টা করেন যদি যোগাযোগ করতে পারেন।’