তামিম সারা বিশ্বেই সম্মানিত ব্যাটসম্যানদের একজন!

মারুফ ইসলাম ইফতি »

১১ বছর আগের নিজ হাতে গড়া নিজের পূর্বের রেকর্ডকে পূনরায় নিজেই ভেঙ্গেছেন,ছাড়িয়ে গেছেন নিজেকে,গড়েছেন নতুন রেকর্ড।বলছি দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানের কথা।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৫৮ রানে অতিমানবীয় এক ইনিংস।তামিমের দুর্দান্ত এই ইনিংসের উপর ভর করে দল জিতেছে ৪ রানে।তামিমের এমন অর্জনে চারদিকে তামিম বন্দনা চললেও অধিনায়ক মাশরাফিকে অবাক করেনি তামিমের অসাধারণ এই ইনিংস।নিজের দিনে ব্যাট হাতে তামিম ইকবাল একাই গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষকে এটা খুব ভাল করেই জানেন মাশরাফি।মাঠে প্রতিপক্ষ হিসেবে তামিমের এই ইনিংস অসহায় ভাবে খুব কাছ থেকে দেখেছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক শন উইলিয়ামসও।তাই ম্যাচ শেষে তামিমের ভুয়সী প্রশংসা করতে কৃপন্য করেননি প্রতিপক্ষ দলের অধিনায়কও।উইলিয়ামসের চোখে তামিম ইকবাল শুধু দেশসেরা ব্যাটসম্যান নয়,তামিম বিশ্বসেরাদের একজন এবং বিশ্বের সম্মানী ব্যাটসম্যানদের কাতারের প্রথম সারির একজন।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেট খুব একটা সহজ ছিল না।উইকেট দুই ধরনের আচরন করছিল,তবুও উইকেটের আচরনের সাথে পাল্লা দিয়ে তামিমের দারুণ এই ইনিংস অবাক করেছে প্রতিপক্ষ অধিনায়ককে।তাই ম্যাচ শেষে তামিমকে প্রশংসার ভেলায় ভাসিয়ে উইলিয়ামস বলেনঃ এককথায় অসাধারণ একটি ইনিংস ছিল এটি।উইকেট খুব একটা সহজ ছিল না।উইকেট দুই গতির ছিল,সন্ধ্যার চেয়ে বিকালে ব্যাটিং করাটা কঠিন ছিল।তবুও তামিম যেভাবে উইকেটের সাথে নিজেকে মানিয়ে নিয়ে যেভাবে ব্যাট চালিয়েছে তা সত্যিই অসাধারণ ছিল।আমার চোখে সে বিশ্বসেরা ব্যাটসম্যানদের কাতারের একজন।তামিম সারাবিশ্বেই সম্মানী একজন ব্যাটসম্যান।বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অনেক বড় সম্পদ।

তামিমের মাইলফলক অতিক্রম করার ইনিংস নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।তামিমের দুর্দান্ত এই ইনিংসের ব্যাপারে মাশরাফি বলেন: তামিম আমাদের দলের জন্য নির্ভরযোগ্য ও বিশেষ একজন ক্রিকেটার।তার সামর্থ্য আছে নিজের দিনে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার।সে রান পেয়ে দারুণ খুশি।কঠিন সময়টায় তার এইভাবে রানে ফেরাটা জরুরী ছিল আর সে এই ব্যাপারে সফল।সে বড় রান পেয়েছে এটা খুব ভাল দিক।তার সামর্থ্য সমন্ধে আমরা কম বেশি সবাই জানি।আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তামিমের ব্যাটে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »