তামিম-মুস্তাফিজের ছায়ায় থেকে শিখছেন শরীফুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আগুনো ঝড়া বোলিং করে নজর কেড়েছেন সবার, প্রমাণ করেছেন নিজের সামর্থ্যের। নির্বাচকরা তার দিকে ভালো ভাবেই যে নজর দিচ্ছেন তা সে ভালো করেই জানেন। তবে শরিফুল শিখতে চান আরো, আরো বেশি ঝালিয়ে নিতে চান নিজেকে। তাইতো তামিম মুস্তাফিজদের থেকে নিচ্ছেন দীক্ষা।

বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো পেসার শরীফুল ইসলাম চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলছেন তামিম একাদশের হয়ে। তামিম ইকবাল ছাড়াও এই দলে আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তামিম মোস্তাফিজের সাথে খেলে তাদের থেকে শিখছেন তিনি কাজেও লাগাচ্ছেন।

বিশ্বকাপ জিতে আসা এই তরুণ নজর কেরেছেন প্রেসিডেন্ট কাপেও। তার পেস বোলারের মতো অগ্রসি মনোভাব, আর দুর্দান্ত বোলিং বিপাকে ফেলছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। অধিনায়ক তামিম সম্পর্কে শরিফুল বলেন, ‘আমি তামিম ভাইয়ের দলে খেলছি। উনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক। উনি আমাকে অনেক কিছু বলে বোলিংয়ের সময় বা নেটে অনুশীলন করার সময়। উনি অনেক কিছু শেয়ার করে, ব্যাটসম্যানের দুর্বল দিক নিয়ে জানায়।’

শুধু তামিম নন, শরিফুলের শিখছেন দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজ ও বর্তমানে নজরকাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। শরিফুল জানান, ‘মুস্তাফিজ ভাই আছে আমাদের দলে। সবসময় উনাকে প্রশ্ন করি। উনি সুন্দর করে শিখায়, বোঝায়। সাইফউদ্দিন ভাই আছে, উনাকেও বলি যে ভাই বিপিএল বা জাতীয় দলে ব্যাটসম্যানরা কোথায় দুর্বল? এসব জানার ইচ্ছে। উনাদের কাছ থেকে শুনি। তারাও বলে, শেয়ার করে। খুব ভালো লাগছে যে তাদের কাছে কিছু জানতে চাইলে সাথে সাথে বলে, সুন্দর করে বুঝিয়ে।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »