তামিম-মায়ার্সের ফিফটিতে ফাইনালের লড়াইয়ে বরিশাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচে সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে তামিমের দল। আর এবারের বিপিএলে বিদায় নিশ্চিত হলো চট্টগ্রামের। রিফাত আনজুমের রিপোর্ট।

শক্তির বিচারে পার্থক্য অনেক সেটা কাগজে কলমেই বোঝা যাচ্ছিল। কিন্তু ম্যাচটা টি-টোয়েন্টি বলেই এলিমিনেটরে ফরচুন বরিশালের বিপক্ষে আশাবাদী ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুরে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি চট্টগ্রামের ব্যাটাররা। ৩১ রানে ২ উইকেচ হারায় চট্টগ্রাম। জশ ব্রাউনের ২২ বলে ৩৪ করে দলীয় ৫২ রানে আউট হন। টম ব্রুস আর সৈকত আলীও ফিরে যান দ্রুত। শেষ দিকে শুভাগত হোমের ২৬ বলে ২৪ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে।

১৩৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বরিশাল। এরপর তামি ইকবাল ও কাইল মায়ার্সের ঝড়ো গতির ব্যাটিংয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় চট্টগ্রাম। মায়ার্স ২৫ বলে ফিফটি তুলে নেন।ফিফটির করার পরেই বলেই মায়ার্স আউট হলে ভাঙ্গে ৫৪ বলে ৯৮ রানের জুটি। এবারের আসরে প্রথমবার খেলতে নামা ডেভিড মিলার ১৩ বলে ১৭ রান করে আউট হন। অন্যদিকে তামিম ৪১ বলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। ১৪ দশমিক ৫ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান তুলে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। তামিম ৪৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

 

নিউজিক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »