আবু সুফিয়ান »
বৃহস্পতিবার আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্বভার পেয়েছেন লিটন কুমার দাস।
দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে এই ওপেনিং ব্যাটার জানিয়েছেন তামিমের অবসরের প্রভাব দলে পড়বে না। ইনজুরিতে থাকলে তামিমকে ছাড়াই খেলতে হতো বাংলাদেশ দলকে। ফলে দলের পরিবেশ আগের মতোই থাকবে বলে আশাবাদী লিটন।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। যদি কোনোভাবে ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’
তামিমের অবসর ঘোষণার কিছুক্ষণ আগেই জানতে পারেন লিটনরা। টিম হোটেল ছাড়ার আগে ‘সবার আগে দল’ এমন পরামর্শও দিয়ে গেছেন তামিম। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘বড় ভাই (তামিম) একটা কথা বলে গিয়েছেন… দল সবার আগে। উনি যেতে যেতে এই কথাই বলে গিয়েছেন।’
শনিবার বেলা দুপুর ২ টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা।