তামিম ভাইয়ের দিনে, তিনি একাই ম্যাচ জেতাতে পারেন: মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। চট্রগ্রাম বিভাগের সবচেয়ে বড় না তামিম ইকবাল। আজ (৯ অক্টোবর) ট্রফি উন্মোচনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন দলটির অধিনায়ক মুমিনুল হক।

জাতীয় দলের খেলোয়াড়দের এনসিএলে খুব একটা দেখা যায় না। এ নিয়ে জুনিয়র টাইগারদের আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় হরহামেশাই। তবে এবার যেনো সেই আক্ষেপ ঘুচতে চলেছে। কেননা দীর্ঘদিন পর জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএলের ২১তম আসর মাতাবেন। এরই ধারাবাহিকতায় এবারের এনসিএল মাতাতে চট্রগ্রাম বিভাগে নাম লিখিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

তামিমের কাছ থেকে কাপ্তান মুমিনুলের প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আসলে আমি তামিম ভাইয়ের কাছে বেশি কিছু প্রত্যাশা করবো না। কারণ প্রত্যাশার পরিমাপটা বেশি হলে পারফরম্যান্সে চাপ পড়ে। একজন খেলোয়াড় হিসেবে এটা আমার ভালো করেই জানা। তিনি যদি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলেই হলো। তাছাড়া তিনি যেদিন খেলবেন সেদিন দলের সবাই চিন্তামুক্ত থাকবে। কেননা সবাই জানে এবং মানে, নিজের দিনে তামিম ভাই একাই ম্যাচ জেতাতে পারে।’

উল্লেখ্য, আগামীকাল (১০ অক্টোবর) থেকে সূচনা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসর। প্রথম দিনেই মাঠে গড়াবে ৪টি ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই ভিন্ন ভিন্ন মাঠে একই সময়ে আরম্ভ হওয়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »