ডেস্ক রিপোর্ট »
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আমির সোহেল মনে করেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বড় ম্যাচের খেলোয়াড় নন। তার মতে তামিম বড় ম্যাচে ফ্লপ থাকেন।
আজ রাতেই পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনাল। এতে মুখোমুখি হবে করাচি কিংস ও লাহোর কালান্দার। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্ট গত ১৪ নভেম্বর থেকে আবার শুরু হয়।
বাকি থাকা প্লে- অফ অংশ দিয়েই আবার পিএসএল মাঠে গড়ায়। প্লে-অফে বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে তামিম ইকবালকে উড়িয়ে নিয়ে যায় লাহোর। দুই ম্যাচে তামিম করেন ৪৮ রান। আজ ফাইনাল খেলারও সম্ভাবনা আছে তার।
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আমির সোহেল মনে করেন তামিম ইকবাল বড় ম্যাচের খেলোয়াড় না। আমির সোহেলকে এই ম্যাচের দুই দলের মধ্য সেরা ১১ জন ক্রিকেটার বেচে নিতে বললে সেখানে তিনি তামিমের নাম দেননি। তার জায়গায় নাম দিয়েছেন সারজীল খান ও এলেক্স হেলসকে।
এমন সময় এক ভক্ত থাকে প্রশ্ন করে তামিমকে কেনো তিনি নেননি। জবাবে তিনি জানান তামিম বড় ম্যাচের খেলোয়াড় নন। তিনি বলার মত কোনো রানই করতে পারেন না বড় ম্যাচে৷ তিনি বলেন,”জবাবে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, ‘সে তো বড় ম্যাচে রানই করতে পারে না। আগের বছর গুলোয় ফাইনালে তার পরিসংখ্যান দেখেন, তার তো সেখানে রানই নেই! তবে তাকে আপনি সুযোগ দিতে পারেন।”
উল্লেখ্য, ২০১৮-১৯ সালে বিপিএলের ফাইনালেও আছে তামিমের একটি সেঞ্চুরি। একাই তিনি করেছিলেন ১৪২ রান। পিএসএলেও তামিম ধারাবাহিক। যখন সুযোগ পেয়েছেন রান করেছেন। ২০১৫ সালে পাকিস্তানকে ওয়ানডেতে হুয়াইট ওয়াশ করতে বড় ভূমিকায় রাখেন তামিম ইকবাল । তিনি ৩ ম্যাচের সিরিজে ২ ম্যাচেই করেছেন সেঞ্চুরি আরেটি ছিলো ফিফটি। ওই সিরিজে আবার ধারাভাষ্য দিয়েছিলেন আমির সোহেল নিজেই।