তামিম ইকবালকে দলে ভেড়ালো ঢাকা প্লাটুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসর মাঠে গড়াবে আগামী মাসে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে আজ (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয়েছে এই আসরের প্লেয়ার ড্রাফট। এরই মধ্যে দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন। খুলনা টাইগার্সের পর দলে প্লেয়ার যুক্ত করার সুযোগ পায় ঢাকা প্লাটুন। আর এতে তামিমকে দলে ভেড়ানোর সুযোগ লুফে নিতে দেরি করেনি তারা।

তামিমকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ঢাকা প্লাটুন। উচ্ছ্বসিত হবেই বা না কেনো? ‘দ্যা গেইম চেঞ্জার’ খ্যাত এই ব্যাটসম্যান যে নিজের দিনে একাই ম্যাচ ঘুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমন একজন আস্থাশীল ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করতে পেরে যেকোন দলই স্বস্তি অনুভব করবে। তাইতো তামিমকে পেয়ে ঢাকার স্বস্তির নিশ্বাস।

গতবারের মৌসুমে তামিম ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দেশ সেরা এ ব্যাটসম্যানের অতি দানবীয় এক ইনিংসেই ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো কুমিল্লা। বলতে গেলে, ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দলকে একা হাতে ফাইনাল জেতানোর কারিগর ছিলেন তিনি। যার ফলে প্রত্যেকটা দলই তামিমকে পেতে মরিয়া ছিলো। তবে শেষ পর্যন্ত এবারের আসরের ৭ দলের মধ্যে ঢাকা প্লাটুনই তামিমকে তাদের দলে নিযুক্ত করতে সক্ষম হয়েছে।

দীর্ঘদিন থেকে ক্রিকেটের বাইরে আছেন তামিম। প্রথম দফায় বিশ্রামে যাওয়া এবং দ্বিতীয় দফায় পারিবারিক কারণে ছুটি নেওয়া তামিমের ক্রিকেটে ফেরা হবে এ মৌসুমের বিপিএলের মধ্য দিয়ে। ফলে নিশ্চিতভাবেই বলা যায়, তামিম নিজেকে মেলে ধরতে কোন প্রকার ত্রুটি রাখবেন না। দলের মতো তিনি নিজেও চাইবেন, সেরা পারফরম্যান্সটা উতরে দিতে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এ ব্যাটসম্যানের জন্য শুভকামনা রইলো।

উল্লেখ্য, আগামী মাসের ১১ তারিখে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যচ। এর আগে ৮ ডিসেম্বর হবে এ আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনুষ্ঠিত হওয়া আসরগুলোর চেয়ে এবারের আসর বেশি জাঁকজমকপূর্ণ করে আয়োজন করার ইচ্ছা আছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »