নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। সময় কাটান নিজের মতো করে। নিজস্ব ট্রেনার নিয়োগ দিয়ে কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন দেশ সেরা এ ব্যাটসম্যান। বিশ্রাম থেকে ফিরে মিরপুরের একাডেমি মাঠে চালিয়ে যান কঠোর অনুশীলন। আসন্ন ভারত সফরের মূল প্রস্তুতি হিসেবে বেছে নেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসরকে।
চট্টগ্রামের হয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০ রান যোগ করে সতীর্থ মাহমুদউল্লাহর বলে আউট হয়ে ফিরে যান তিনি। তবে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে নিজের চেনা রূপে ফেরার আভাশ দিতে শুরু করছিলেন তামিম। যদিও ৪ রানের জন্য ৫০ পূরণ করতে পারেন নি তিনি। তবে আশার বাণী হচ্ছে, মাহমুদউল্লাহর বলে আউট হওয়ার আগে বল টু বল আত্নবিশ্বাসী দেখা যাচ্ছিলো এ ওপেনারকে।
১ম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৯০ রান যোগ করেই অলআউট হয়ে যায় তামিমের চট্টগ্রাম। বিপরীতে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা লিড এনে দেয় দলকে। গতকাল ৩৪৯ রান তুলে দিন শেষ করে ঢাকা মেট্রো। তবে আজ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। মাত্র ৫ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। ২য় ইনিংসে ৬৪ রানের লিডে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন চট্টলা ওপেনার তামিম এবং পিনাক।
দেশ সেরা ওপেনারের প্রত্যাবর্তনের ম্যাচ হওয়ায় ভক্ত সমর্থকদের নজর ছিলো তামিম ইকবালের দিকেই।
নিঃসন্দেহে বলা যায়, তামিমের ব্যাট থেকে ভালো একটি ইনিংস দেখার জন্যই বাংলাদেশ ক্রিকেট পাড়া চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলো। অপেক্ষার অবসান পুরোপুরি মেটাতে না পারলেও, কিছুটা স্বস্তিতে তামিমের ভক্তরা। ১ম ইনিংসে ১০৫ বল খেলে ৩০ এবং ২য় ইনিংসে ১১২ বল থেকে ৪৬ রান তুলে নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন দেশসেরা এ ওপেনার।
সমর্থকদের চাওয়া আসন্ন ভারত সফরে যেনো উজ্জ্বল থাকে দেশ সেরা এ ব্যাটসম্যানের ব্যাট। ফিরে আসতে পারেন নিজের চেনা রূপে এবং সেই চেনার রূপটা হোক আরো ভয়ঙ্করী। – এমনটাই চাওয়া তার ভক্তদের।