সানিউজ্জামান সরল »
বঙ্গবন্ধু বিপিএলে প্লাটুনের ৩য় ম্যাচে হঠাৎ করেই কুঁচকিতে ব্যাথা পান তামিম ইকবাল। সেই ব্যাথা এতটাই বিস্তার করেছে যে, ব্যাথা থেকে তামিমের শরীরে বাসা বেঁধেছে কাল হয়ে আসা জ্বর। এর জন্য তাকে চিকিৎসকদের শরণাপন্নও হতে হয়েছে। তবে অবাক হলেও সত্ত্যি, চিকিৎসকরা করে ফেলেছেন বিরাট এক ভুল।
কুঁচকিতে ব্যাথা পাওয়ার ফলে, সে জায়গায় স্ক্যান করানোর কথা। তবে চিকিৎসকদের অসতর্কতায়, তামিমের ব্যাথা পাওয়ার স্থান কুঁচকির বদলে কোমরে স্ক্যান করানো হয়। যার ফলে চোটের মাত্রাও ঠিকভাবে বোঝা যায়নি। এমন একটা ভুলও আজকাল হয়। এ ঘটনায় অবাক হয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও।
এছাড়া চিকিৎসকদের এমন ভুল, হতবাক করেছে স্বয়ং তামিমকেও। হতবাক হওয়া তামিম জানান, ‘বিসিবি থেকে আমাকে জানানো হয়েছে, ভুল জায়াগায় স্ক্যান করানো হয়েছে। যা খুবই দুঃখজনক। এ ঘটনায় আমি অনেকটা অবাক হয়েছি। চিকিৎসকদের এমন ভুল! ভুল জায়াগায় স্ক্যান করায়, পুনরায় স্ক্যান করানো হবে। আর তারপরই চোটের মাত্রা বোঝা যাবে।’
ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়া তামিমকে চোটের মাত্রা নির্ধারণ করতে, আবারো স্ক্যান করাতে হবে এবং সেটা সঠিক জায়গায়। আর এই স্ক্যানের সঠিক রিপোর্ট হাতে পেতে কিছুটা বিলম্ব হবে। আর এতেই জাগছে তামিমের দ্রুত মাঠে না ফেরার শঙ্কা।
দীর্ঘদিন পর স্বীকৃত ক্রিকেটে খেলতে নেমেই রান এসেছে দেশ সেরা এ ব্যাটসম্যানের ব্যাট থেকে। দলের হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ২য় ও ৩য় ম্যাচেই পেয়েছেন রান। ২য় ম্যাচে তো খেলেছেন ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে জ্বরের কারণে দলের ৪র্থ ম্যাচে মাঠে নামা হয় নি তামিমের।
পুনরায় স্ক্যান করানোয় চট্টগ্রাম পর্বে তামিমের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে আগামী ম্যাচে ২৩ ডিসেম্বর হওয়ায়, এখনো এ ম্যাচে তামিমকে পাওয়ার আশা করছেন প্লাটুন টিম ম্যানেজমেন্ট। তারা মনে করছেন, এই কয়েকদিনের মধ্যে সুস্থ এক তামিমকেই আমরা পাবো।