তামিমের লাইভের সমাপ্তি ঘটছে ২৩ মে

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসে মানসিক ভাবে বিপর্যস্ত মানুষকে কিছুটা বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সেশন চালু করেছিলেন তামিম ইকবাল। একে একে জাতীয় দলের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা সহ অনেকেই আসেন। তামিমের লাইভে ছিলেন সাবেক ক্রিকেটারও। দেশের ক্রিকেটারদের পর তামিম লাইভ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের সাথেও। আজ রাতে করার কথা আছে ভারতের রোহিত শর্মার সাথে।

তামিমের এই লাইভ শো’য়ের অনেক চাহিদা রয়েছে মানুষের। লাইভে হাজার হাজার মানুষ একসাথে দেখেন। তামিম-মাশরাফির লাইভেতো প্রায় ১ লাখ মানুষ এক সাথেই দেখেছেন। এই শো’য়ের এত সাফল্য দেখে তামিমের শো’কে বিভিন্ন কোম্পানি পৃষ্টপোষক হওয়ার কথাও জানিয়েছেন। কিন্তু তামিম তা ফিরিয়ে দেন। এসবের বিষয়ে তামিম কথা বলেছিলেন দেশের এক শীর্ষ পত্রিকার সাথে। যেখানে উঠে আসে এই লাইভের অনেক কিছু।

কিভাবে লাইভ শো করা চিন্তা এলো এটি জিজ্ঞেস করতে তামিম বলেন, ‘আমার ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগছিলো। আমার মনে হয়েছে আমার মত এমন অন্য সব মানুষদেরও লাগছে। তাই তাদের বিনোদন দিতেই এই শো’য়ের পরিকল্পনা। প্রথমে মুশফিককে দিয়ে শুরু। তার পর আসতে আসতে বড় করা।’

তামিমের এই শো’তে এসেছিলেন সাবেক ক্রিকেটাররাও। সামনে আরো সাবেক ক্রিকেটারদের আনার ইচ্ছে আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে সাবেক ক্রিকেটারদের সাথে লাইভটা বেশি উপভোগ করেছি। এমন অনেক কিছুই জেনেছি যা আগে জানতাম না। বর্তমান খেলোয়াড়দের কম বেশি কি বলবে তা ধারণা ছিলো। কিন্তু সাবেকদের কথা জানতাম না। ইচ্ছে আছে সামনে আরো সাবেকদের আনার।’

বিদেশি ক্রিকেটারদের কিভাবে মানানো হল সে কথা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের আমি একটাই কথাই বলেছিলাম। তোমরা কিছুক্ষন কথা বললে আমার দেশের মানুষরা একটু আনন্দ পাবে৷ আর এই একটা কথায় এরা রাজি হয়ে গিয়েছিলো। রোহিত শর্মা আমাকে উল্টা ধন্যবাদ দিয়েছে তাকে আমন্ত্রণ জানানোয়।’

এই অনুষ্ঠানের জজনপ্রিয়তা দেখে অনেক প্রতিষ্টান পৃষ্টপোষকা কর‍তে চেয়েছিল বলে জানিয়ে তামিম আরো বলেন, ‘আমাকে অনেক প্রতিষ্টান স্পন্সরশীপের জন্য বলেছে। কিন্তু এতে আমি রাজি হয়নি। আমার লাইভের উদ্দেশ্য টাকা কামানো না। কিছুক্ষণ মানুষকে বিনোদন দেয়া। আর তাদের পছন্দের খেলোয়াড়দের ব্যাপারে কিছু জানা।’

এই অনুষ্ঠানের পরবর্তি পরিকল্পনা হিসেবে তামিম বলেছেন, ‘সামনে কিছু সারপ্রাইস আসছে। অপেক্ষা করুন। তবে শো’টি ২৩ই মে শেষ করে দেবো। এর ভেতর সাবেক ক্রিকেটারদের নিয়ে আরেকটা লাইভ করার ইচ্ছে আছে। সামনে লিটন, সৌম্য,মমিনুল আসবে। সব মিলিয়ে আর ৪,৫ টা লাইভ হবে।’

তবে ধারণা করা হচ্ছে তামিমের শেষের লাইভে থাকতে পারেন তামিম সহ বাকি ৪ সিনিয়র খেলোয়াড়। যাদের মিলে হয়েছে পঞ্চপাণ্ডব।

সূত্রঃ প্রথম আলো

বাংলাদেশ সময়ঃ ৭:৫৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »