তামিমের মেজর হার্ট অ্যাটাক, রিং লাগনো হয়েছে, কথা বলছেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সোমবার (২৪ মার্চ) ডিপিএলের ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার বিভাগে তামিমের হার্টে পরানো হয়েছে রিং। এরপর আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি। তবে তার জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আচমকা এক খবরে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছিলো কালো ছায়া। বিকেএসপিতে ডিপিএলের খেলা চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। ইতোমধ্যে তার জ্ঞান ফিরেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

তবে তামিমের জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এই ব্যাপারে দেশ টিভির সঙ্গেকথা বলেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব। তামিমের জটিলতা পুরোপুরি কাটাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

এর আগে মাঠে অসুস্থ হওয়ার পর দ্রুতই তামিমকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। দুবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাকে। সেখানে এনজিওগ্রাম করে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। প্রায় ২০ মিনিট সিপিআর দেয়ার পর সচল হয় তামিমের হার্ট। এরপর অপারেশন করে হার্টে রিং লাগিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয় তামিমকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »