https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচের কোনোটিতেই নামের প্রতি সুবিচার করতে পারেননি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ যার উপর নির্ভরশীল সেই তামিমের ব্যাটে রান খরা থাকায় কিছুটা ভুগতে হচ্ছে পুরো দলকেই। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারলে মিডল অর্ডারে থাকা ব্যাটসম্যানরাও ছন্দ খুজে পান সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে তামিমের এই অবস্থায় দলে কিছুটা ঘাটতিই দেখা দিচ্ছে।
এদিকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের পুরো চেহারাটাই বদলে যাবে যদি তামিম ইকবালের ব্যাটে রান আসে। শুধু তাই নয় এই অবস্থা কাটিয়ে দ্রুতই রানে ফিরবেন তামিম এই আশাও ব্যক্ত করেন তিনি।
সুজন বলেন, ‘তামিমের কাছ থেকে ভালো খেলাটা দেখতে আমি মুখিয়ে আছি। সে রান পেলেই দেখবেন পুরো ব্যাটিং লাইনআপের চেহারা পরিবর্তন হয়ে গেছে। তখন ব্যাটিং লাইন আরও উজ্জ্বল হবে।’
তামিমের অবস্থা জানাতে গিয়ে সুজন বলেন, ‘ভালো করতে হলে অনেকটা ভাগ্যের সহায়তা প্রয়োজন হয়। এই তিন ম্যাচে সে ভাগ্যের সহায়তা পায়নি। তামিম নেটে কিন্তু দুর্দান্ত খেলছে। নেটে তার ব্যাটিং কত যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না! নেটে গত কয়েকদিন সে আউটস্ট্যান্ডিং ছিল শুধু মাঠে গিয়ে পারছে না। তামিম রান করলেই আর কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস।’