নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিসিবি সিদ্ধান্ত নিয়োছিলো ভারত সফরের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা জাতীয় লিগের ২য় রাউন্ড পর্যন্ত খেলতে পারবেন। বিসিবির কথা অনুযায়ী টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত থাকা বেশ কিছু ক্রিকেটারকে দেখা গেছে জাতীয় লিগের ২য় রাউন্ড পর্যন্ত খেলতে। তবে ভিন্নতা পাওয়া গেছে তামিম ইকবালের ক্ষেত্রে। কেননা পাঁজরের ইনজুরিতে ২য় রাউন্ড খেলা হয় নি তার।
২য় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম মাঠে নামার ঠিক আগ মূহুর্তে জানা যায় ইনজুরির কারণে এ খেলা হচ্ছে না তামিমের। আসন্ন ভারত সফরের আগে দেশ সেরা এ ব্যাটসম্যানের হঠাৎ ইনজুরি, দুশ্চিন্তা কালো মেঘ জমে বাংলাদেশ ক্রিকেটের আকাশে। তবে তামিমের এই ইনজুরি গুরুতর না হাওয়ায় যেনো স্বস্তির নিঃশ্বাস ফেলে ভক্ত-সমর্থকরা।
ইনজুরির কারণে তামিমকে ৭ দিনের বিশ্রাম দেওয়া হয়েছিলো। যা শেষ হবে ২৩ অক্টোবর অর্থাৎ ২৪ অক্টোবর থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন তামিম। আর এই ২৪ অক্টোবর থেকেই শুরু হচ্ছে জাতীয় লিগের ৩য় রাউন্ড, যা শেষ হবে ২৭ অক্টোবর।
তামিম মনে করেন ক্যাম্পের চেয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলাই এখন তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এই ৩য় রাউন্ডের ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তামিম। ফলে নিতে চান নিজের ফিটনেসের পরীক্ষা। যার অংশ হিসেবে পুনরায় বিপ টেস্ট দিতে চান তিনি। তবে এতেই দ্বিমত পোষণ করেছেন বিসিবির চিকিৎসকরা। তারা মনে করেন, এই মূহুর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে বিপ টেস্ট।
তামিমের ইনজুরি প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী একটি গণমাধ্যমকে জানান, ‘তামিমের পাঁজরের ইনজুরি ব্যাথানাশক ইনজেকশনের মাধ্যমে তারাতারিই সারিয়ে ফেলা যেতো, কিন্তু আমরা তা করি নি। কারণ আমরা চাই, তামিমের এই ব্যাথা স্বাভাবিকভাবেই যেনো সেরে উঠে। তাই আমরা ওকে ৭ দিনের বিশ্রাম দিয়েছি। আশা করি, খুব তারাতারিই ও সুস্থ হয়ে উঠবে।’
২৫ অক্টোবর থেকে শুরু হবে ভারত সফরের অনুশীলন ক্যাম্প। ৩য় রাউন্ডে মাঠে নামলে, ক্যাম্পের শুরুতে দেখা যাবে না দেশ সেরা এ ব্যাটসম্যানকে। যদিও এখনো তা নিশ্চিত হয় নি।