https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ মিশনে নামের প্রতি সুবিচার করতে না পারার পর শ্রীলঙ্কা সিরিজেও সুবিধা করতে পারেননি তিনি। বন্ধু সাকিবের পরামর্শে তাই ক্রিকেট থেকে নিয়েছেন সাময়িক বিরতি।
তামিম ইকবাল না থাকায় ওপেনিং পজিশনে বাংলাদেশ দলের যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা পূরণ করা হবে কাকে দিয়ে? পুওরনো অভিজ্ঞদের দিকে আস্থা রয়েছে বোর্ডের? নাকি তরুণ মুখ দেখা যাবে মর্যাদার এই ফরম্যাটে?
নির্বাচক হাবিবুল বাশারের কথায় তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলামকে দলে নেয়ার ইঙ্গিত পাওয়া গেলেও সাকিব স্পষ্ট করে কিছুই বলেননি। সাকিবের ভাষ্য, ‘যদি নতুন খেলোয়াড় নেয়ার প্রয়োজন হয় তাহলে নেব। আর যদি দেখা যায় অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভাবনা রয়েছে তাহলে তারাই খেলবে।’
তিনি আরও বলেন, ‘যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো সেগুলো নিয়ে আমরা সচেতন থাকি। সবাই আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে আসি যে এই খেলোয়াড় এই পজিশনে খেলবে। তারপরই আসলে নির্বাচন করি। জায়গা দেওয়া-না দেওয়া ব্যাপার না।’