নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে টানা ব্যর্থতার পর ঘরের মাঠে টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে বিশ্রাম নেন তামিম ইকবাল খান। তবে বিশ্রামরত এই সময়টাতে বসে থাকেননি তামিম। প্রায় দেড় মাস সময় ধরে নিজস্ব ট্রেনার নিয়োগ দিয়ে পরিশ্রম করেছেন তিনি। ৪৯ টি সেশন করে নিজের ওজন কমিয়েছেন ৫ কেজির মতো।
এমন কষ্টের প্রতিদানও পেয়েছেন দেশসেরা এ ব্যাটসম্যান। নিজের ফিটনেসকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগ খেলতে হলে ধরাবাঁধা এক নিয়ম বেঁধে দিয়েছেন বিসিবি। জাতীয় লিগ খেলতে হলে ক্রিকেটারদের অবশ্যই বিপ টেস্টে লেভেল-১১ সম্পন্ন করতে হবে। যা পূরণ করতে অনেকেই ব্যর্থ হয়েছেন। তবে বিপ টেস্টে ১২.১ পয়েন্ট পেয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন তামিম, যা তার পরিশ্রমেরই ফল।
এর আগেও ২০১৫ সালের বিশ্বকাপের পর সাবেক প্রধান কোচ হাথুরুসিংহের পরামর্শে ফিটনেসের দিকে নজর দিয়ে সফল হয়েছিলেন তামিম ইকবাল খান। আর এবার আসন্ন ভারত সফরের আগে আরো একবার নিজের ফিটনেসের দিকে নজর দিয়েছেন তিনি। অবশ্যই তামিম নিজের এমন পরিশ্রমের ফল পাবেন ভারত সিরিজে তার ভালো পারফরম্যান্সের মাধ্যমে।
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে এ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ। আর এ লিগকে কেন্দ্র করে খেলোয়াড়দের ফিটনেসে কঠোর হয়েছেন বিসিবি।