নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ তাদের অধ্যায় শেষ করে এখন দেশে অবস্থান করছে। ক্রিকেট খেলা যতটা আলোচনার ততটাই সমালোচনার। বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়, সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক ভাবে মেনে নিতে পারেনি কিছু সমর্থক। এই কারনে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
মাশরাফি মোর্তজাকে নিয়ে সমালোচনা বাংলাদেশ টিমকে নিয়ে সমালোচনা এবং বিশেষ করে যে নামটি সমালোচনার শীর্ষে তিনি তামিম ইকবাল খান।
তামিম ইকবাল একজন বিশ্বসেরা ওপেনার। তামিম ইকবালকে নিয়ে সকলের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। এই ওপেনারের ফর্ম নিয়ে মূলত সমালোচনা। ক্রিকেট অনিশ্চয়তার খেলার যেখানে ভাগ্য-ই আসল ব্যাপার তামিম বিশ্বমানের খেলোয়াড় যার কারনেই তার বাজে ফর্ম মেনে নিতে পারতেছেনা কিছু ক্রিকেট প্রেমিরা।
তামিমকে নিয়ে মাত্রাতিরিক্ত সমালোচনা বেশি-ই করে ফেলেছে গালাগালি ট্রল সহ নানা ভাবে বিদ্রুপ করেছে তার নামে। তামিম ইকবাল ব্যাক্তিগত ভাবে মেনে নিতে পারেননি বিষয়টি। যার কারনে তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
যেখানে আফগানিস্তানের মতো দেশ একটি ম্যাচে জয় পায়নি তারপরও দেশে ফিরে ফুলের অভ্যর্থনা পেয়েছে সেখানে আমরা কি করেছি? আমরা আসলেই ক্রিকেট সমর্থক হিসেবে লজ্জিত জাতির এবং তামিম কাছে।
তামিম ইকবালের ব্যাপারটা বড্ড বেশি হয়ে গেছে।যার কারনে Sylhet Cricket Supporters Association (SCSA) পরিবার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১১ জুলাই রোজ বৃহস্পতিবার বেলা তিনটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেইট থেকে নিরবতার সহিত শান্ত র্যালি বের করে টিকেট কাউন্টার সামনে লাক্কাতুড়া বাজারে এসে দাড়াবো।
তারপর সংগঠন সংশ্লিষ্ট সদস্যরা আবেগী ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে (যারা গালিগালাজ করে) কিছু পজেটিভ কথা বলা হবে। এবং বাংলাদেশ টিম গত কয়েকবছর যাবত যত সাফল্য এনেছে তাদের জন্য সব জনগণের সামনে তুলে ধরবে SCSA এর সদস্যরা।
SCSA এর সকল সদস্যদের হাতে প্ল্যাকার্ড থাকবে। সেখানে Sorry বা ” We are Sorry Tamim Vai ” ইত্যাদি লেখা থাকবে। আমরা SCSA পরিবার মনে করি তাহলে একটু হলেও বাংলাদেশ টিম এবং তামিম ইকবালের জন্য কিছু করা হবে।
এই নীরব প্রতিবাদে SCSA পরিবারের সদস্য ছাড়াও সকল ক্রিকেট সমর্থকরা দল মত নির্বিশেষে সবাই উপস্থিত থাকতে পারবেন।
স্থানঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সময়ঃ বিকাল ৩ টা (১১ জুলাই ২০১৯)।