নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৭ ওভার শেষে ২ উইকেটে ১০৭ রান।
বাংলাদেশের ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই বিপজ্জনক হয়ে ওঠা তামিম-সৌম্যের জুটি ভেঙেছেন আন্দিলে ফিকোয়াও। ব্যাক অব লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৯ বলে ২ চারে ১৬ রানে ফিরেন তামিম ইকবাল।
তার বিদায়ে ভাঙে ৫০ বল স্থায়ী ৬০ রানের উদ্বোধনী জুটি। এরপর প্রথমবারের মতো আক্রমণে এসে সৌম্য সরকারকে ফিরিয়েছেন ক্রিস মরিস। ডানহাতি পেসারের শর্ট বল পুল করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।
কিন্তু বল তার গ্লাভসের ওপরের অংশে লেগে উঠে যায় উইকেটের পেছনে। সামনে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার কুইন্টন ডি কক। তার ৩০ বলের ইনিংসে ৯টি চারে ৪২ রান করেন সৌম্য।
তার বিদায়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। সাকিব আল হাসা ২৭ ও মুশফিকুর রহিম ১১ রানে ব্যাট করছেন।