তামিমের না থাকা সমস্যা হবে না: আল-আমিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তো বটেই ভাবা হয় সেরা ব্যাটসম্যানও। একজন তামিম ইকবাল ওপেনার হিসেবে থাকতেই হারিয়ে গেছে প্রায় ১০/১২ জন ওপেনার। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটের আস্থার প্রতীক তামিম ইকবাল। সময়ের বিবর্তনে নিজেকে ছাড়িয়ে গেছেন নিজে, নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চলতি মাসের ৩০ তারিখে ভারত সফরে যাবে বাংলাদেশ তবে তামিম ইকবালকে ছাড়াই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পেসার আল আমিন হোসেন মনে করেন তামিম কিংবা অন্য ক্রিকেটার না থাকলেও দলে খুব একটা বেশি প্রভাব পড়বে না।

তামিম ইকবালকে ভাবা হয় বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ। এখন পর্যন্ত একজন তামিম ইকবালের বিকল্প বের করা সম্ভব হয় নি। তবে ভারত সফরের আগে ব্যক্তিগত কারন দেখিয়ে ছুটি নিয়েছেন তিনি। আর তাতেই কি ক্রিকেট সমর্থক কিংবা ক্রিকেটের সাথে যারা জড়িত তাদের কপালে চিন্তার ভাঁজ জমা পড়েছে। তামিম না থাকা দলকে ভুগাবে ভাবছেন তারা। তামিমের পরিবর্তে দলে ডাকা হয় ইমরুল কায়েসকে যিনি কি না টি-২০ ক্রিকেটে একদমই সফল নন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

তামিম ভারত সফরে না থাকাটা দলের মাঝে কতটা প্রভাব ফেলবে আল আমিন হোসেনকে এমন প্রশ্ন করা হলে আল আমিন বলেন, ‘তামিম-সাকিব কিংবা আমি বা অন্য কেউ যদি না থাকে এটা দলের জন্য বড় ইস্যু নয়। দলে যে ১১ জন থাকবে তারা নিজের সেরাটা দিতে পারলেই হবে। তারা যখন নিজেদের সেরাটা দিবে তখন কেউ থাকা না থাকা প্রভাব ফেলবে না। ম্যাচ জিততে হলে সবাইকে পারফর্ম করতে হয় ঠিকমত ৫-৬ জন পারফর্ম করলেই হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »