তামিমের টেস্ট সেঞ্চুরি ও বাংলাদেশের জয়!

জাকির আল হাসান »

তামিম ইকবাল টেস্ট এখনো পর্যন্ত সেঞ্চুরি করেছের ৮ বার। তামিম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠিতে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ২৪৩ বলে ১৭ টি চারের সাহায্যে ১২৮ রান করেন তামিম ইকবাল। সেই ম্যাচে বাংলাদেশ ৯৫ রানে জয় লাভ করে। তামিম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।

তামিম ইকবাল টেস্টে পঞ্চম সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে। ২০১৪ সালের নভেম্বর মাসে হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ বলে ১০ চারের সাহায্যে ১০৯ রান করেন তামিম। সেই ম্যাচে বাংলাদেশ ১৬২ রানে জয় লাভ করে।

তামিম ইকবাল টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে। ২০১৪ সালের নভেম্বর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭১ বলে ১৪ চার ও ১ ছয়ের সাহায্যে ১০৯ রান করেন তামিম। সেই ম্যাচে বাংলাদেশ ১৮৬ রানে জয় লাভ করে।

তামিম ইকবাল টেস্টে অষ্টম সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। ২০১৬ সালের অক্টোবর মাসে হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ বলে ১২ চারের সাহায্যে ১০৪ রান করেন তামিম। সেই ম্যাচে বাংলাদেশ ১০৮ রানে জয় লাভ করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »