তামিমের চোট গুরুতর নয় , শঙ্কা কাটিয়ে করলেন অনুশীলন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবালের আঙ্গুলের চোট বেশি গুরুত্ব নয়। এক কথা জানিয়েছেন বিপিএলে তামিমের দল ফরচুন বরিশালের সহকারী কোচ মিনজানুর রহমান। চোট পাওয়ার পর দিন বুধবার (১০ জানুয়ারি) মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেন তামিম। মিজানুর জানিয়েছেন সতর্কতার  জন্য চোট পাওয়ার পর্ মিাঠ ছাড়েন তামিম।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) মিরপুরে অনুশীলনের সময় তাসকিন আহমেদের বল খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান তামিম ইকবাল। চোট পেয়ে নেট ছেড়ে চলে যান ইনডোরে। এরপর ব্যান্ডেজ পেঁচানো আঙুল নিয়ে ছাড়েন মাঠ। শঙ্কা তৈরি হয় তামিম কি বিপেএল খেলতে পারবেন কিনা

বুধবার (১০ জানুয়ারি) সে শঙ্কা দূর করেছন তামিম নিজেই। সকালে চলে আসেন মিরপুর শেরে বাংলায়।  ইনডোর স্টেডিয়ামের ইনডোরের পাশের নেটে ব্যাটিং করেন তামিম। এসময় অনুশীরনে তার সঙ্গে ছিলেন ফরচুন বরিশালের দুই সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

সবাই ব্যক্তিগত অনুশীলন করলেও ফরচুন বরিশালের আনঅফিসিয়াল অনুশীলনে রূপ নেয় তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকের অনুশীলন সেখোনে ছিলেন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। পরে তিনি সাংবাদিকদের জানান তামিম চোট মোটেও গুরুতর নয়।

মিজানুর রহমান বাবুল বলেন, ‘কাল (মঙ্গলবার) একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। আঙুল ঠিকাছে। অতিরিক্ত কোন কিছু যাতে না হয় সেজন্য কাল অনুশীলন বন্ধ করে দিয়েছিলো। আজ পুরোপুরি ব্যাট করেছে।’

এদিকে দ্বিতীয় দিনের মতো আনুষ্ঠানিক অনুশীলন করেছে বিপিএলের আরেক দল রংপুর রাউডার্স। নিজেদের হোম গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কপ্লেক্সে অনুশীলন করে রংপুর। অনুশীলন শেষে রংপুরের ব্যাটসম্যান রনি তালুকদার জানিয়েছেন সাকিবের মতো অলরাউন্ডার থাকায় দলের ভারসাম্য হয়ে বেশ ভালভাবেই। রনি বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। সে থাকায় দলে ভারসাম্য হয়েছে। রংপুর ব্যালেন্সড দল। আশা করবো ভালো রংপুর ভালো পাফরম্যান্স করবে।’

নির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান থাকায় বুধবার রংপুরের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »