তামিমের ঐতিহাসিক রেকর্ডে গর্বিত খান পরিবারও!

সানিউজ্জামান সরল »

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ে রেকর্ডের বরপুত্র যেন তামিম ইকবাল। আজ (২ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা সাক্ষী হলো দেশ সেরা এ ব্যাটসম্যানের আরো একটি ঐতিহাসিক রেকর্ডের। দীর্ঘ ১৩ বছর পর দেশের ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবালের হাত ধরেই এলো ‘৩০০’ রানের ঐতিহাসিক ম্যাজিক ফিগার। এদিন শুধু ত্রিশতক হাঁকিয়েই ক্ষান্ত হয় নি তামিমের ব্যাট। গড়েছেন আরো একটি অনন্য অর্জন। ঘরোয়া ক্রিকেটে এর আগে রাকিবুলের করা ৩১৪* রানকে ছাড়িয়ে ৩৩৪* রানে অপরাজিত থাকার মাধ্যমে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ডও।

দেশসেরা এই ব্যাটসম্যানের এমন ইতিহাস গড়ার দিনে ক্রিকেট প্রেমীদের পাশাপাশি গর্বিত হয়েছে তার পরিবারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। বিসিবির পরিচালক হওয়ার পাশাপাশি আকরাম খান তামিম ইকবালের চাচা। তামিমের ম্যাজিক্যাল ত্রিশতক আজ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি। ভাতিজার এমন ঐতিহাসিক ইনিংস উপভোগ করার পর চাচা আকরাম খান কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে।

তামিমের ত্রিশতকের পর আকরাম খান বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আজ তামিম রেকর্ড গড়া ইনিংস খেললো। যেটা সর্বোচ্চ রানের রেকর্ড। আর এটা বিশেষভাবে আমাদের পরিবারের জন্য খুবই গর্বের। আমি খুবই গর্বিত।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে তামিমের এই ঐতিহাসিক ইনিংস উপভোগ করেছেন আকরাম খান। মূলত তামিমের ত্রিশতকের সাক্ষী হতে নাকি বোর্ডের কাজেই মাঠে এসেছিলেন? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে আকরাম জানান, ‘বোর্ডে আজকে একটা মিটিং ছিল। কোচ ও নির্বাচকদের নিয়ে একটা বৈঠক হবে আমাদের। খেলাটাও দেখলাম। খেলা দেখার ছলে তামিমের এই রেকর্ডটা কাছ থেকে সাক্ষী হতে পেরে ভালোও লাগছে। ত্রিশতকটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।’

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমে ১৩ বছর আগের রেকর্ড গুড়িয়ে দিয়েছেন তামিম। রাকিবুলের করা ৩১৪* রানের ইনিংস টপকে তামিম দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রানের ঐতিহাসিক অর্জন করেছেন। ৩৩৪* রানের অপরাজিত এক ইনিংস খেলে অনন্য রেকর্ড গড়েছেন। যা দেশবাসীর জন্য বেশ গর্বের ব্যাপার। অতি দানবীয় এই ইনিংস খেলে নিজের প্রত্যাবর্তনটাও দারুণ করলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »