ডেস্ক রিপোর্ট »
এবারের পাকিস্তান সুপার লীগের ফাইনালে খেলা দুটি দলই প্রথমবারের মতো ফাইনালে খেলেছে। প্রথমবারের মতো শিরোপা জয়ের জন্য করেছে লাহোর কলান্দর্স ও করাচি কিংস। ফাইনালে লাহোরকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্পর্শ পায় করাচি কিংস।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান জড়ো করে লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আগের দুই ম্যাচে যথাক্রমে ১৮ ও ৩০ রান করা তামিম এদিন ৩৫ রান করেন, যা পঞ্চম আসরে তার সর্বোচ্চ রানের ইনিংস। ৩৮ বলের মোকাবেলায় ৪টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তামিমের সাথে ফখর জামানের উদ্বোধনী জুটি ভাঙে ৬৮ রানে। ইনিংসের অর্ধেক খেলার পর তামিমকে অনুসরণ করে সাজঘরে ফেরেন ফখরও, আউট হওয়ার সময় তার সংগ্রহ ২৪ বলে ২৭ রান ।
দুই ওপেনারের বিদায়ের পর বাকিরাও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৪ রান করে আসে অধিনায়ক সোহেল আখতার ও ডেভিড ভিসার ব্যাট থেকে। করাচির পক্ষে দুটি করে উইকেট শিকার করেন ওয়াকাস মাকসুদ, উমাইদ আসিফ ও আরশাদ ইকবাল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে করাচি প্রথম উইকেট হারায় দলীয় ২৩ রানে, ১৩ রান করে সার্জিল খান বিদায় নিলে। অ্যালেক্স হেলসও (১১) সুবিধা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে এই ম্যাচেও লড়াই চালিয়ে যান বাবর আজম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চ্যাডউইক ওয়ালটন। শেষদিকে ওয়ালটনের সাথে ইফতিখার আহমেদ ও শেরফানে রাদারফোর্ডকে সাজঘরে ফিরিয়ে পরাজয়কে কিছুটা বিলম্বিত করতে পেরেছে লাহোর। বাবরের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে শিরোপা জিতে নেয় করাচি।
সংক্ষিপ্ত স্কোর:
লাহোর কালান্দার্স : ১৩৪/৭ (২০ ওভার)
তামিম ৩৫, ফখর ২৭, ভিসা ১৪
ওয়াকাস ১৮/২, উমাইদ ১৮/২, আরশাদ ২৬/২
করাচি কিংস : ১৩৫/৫ (১৮.৪ ওভার)
বাবর ৬৩*, ওয়ালটন ২২, সার্জিল ১৩
ফল : করাচি কিংস ৫ উইকেটে জয়ী।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।