তামিমদের রেকর্ড পৃষ্ঠায় নতুন নাম রোহিত শর্মা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংস উদ্বোধন করতে নেমে বাজিমাত ভারতীয় ওপেনার রোহিত শর্মার।টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে গতকাল নিজের প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাকিয়ে অনন্য এক রেকর্ডবুকে নিজের নাম উঠিয়েছেন এই ওপেনার। গতকাল সেঞ্চুরি হাকিয়ে রোহিত ঢুকে পড়েছেন ওপেনার হিসেবে সবকটি ফরম্যাটে সেঞ্চুরি হাকানোর এলিট ক্লাবে।

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সবকটি ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড এর আগে ছিল তামিম সহ সাত জনের।তামিম ইকবাল,ক্রিস গেইল,ব্র‍্যান্ডেন ম্যাককালাম,তিলকারত্নে দিলশান,মার্টিন গাপটিল,আহম্মেদ শেহজাদ ও শেন ওয়াটসনের পর ৮ম ওপেনার হিসেবে এই এলিট ক্লাবে নিজের নাম লিখিয়েছেন রোহিত।

উল্লেখ্য, একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে অনন্য এই এলিট ক্লাবের সদস্য টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »