তামিমকে ভাবনায় পরিবর্তন আনার কথা বললেন সিডন্স

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের সময়টা কেমন জানি ভালো যাচ্ছে না। ব্যাট হাতে ছন্দে নেই বিশ্বকাপ থেকেই। ফলে পুরো টুর্নামেন্টেই দিয়ে এসেছেন ব্যর্থতার পরিচয়। একই দশা দেখা গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও।

দেশ সেরা ওপেনার হিসেবে আখ্যা পাওয়া তামিম ইকবালের হটাহত করেই যেন কি হয়ে গেছে। মন্থর গতিতে ব্যাট চালিয়ে সেটা হবার পরও ইনিংস লম্বা করতে পারছেন না তিনি। সমস্যা আসলে কোথায় হচ্ছে?

বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স মনে করেন তামিম ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য যে ধৈর্য্য দকার সেটা ধরতে পারছেন না তামিম। ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সিডন্স জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে দেখে মনে হচ্ছে আউট হবার আগে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছে সে। প্রথম ম্যাচে মালিঙ্গার ইয়র্কারে আউট হয়েছিল সে। দ্বিতীয় ম্যাচেও যে বলে আউট হয়েছে সেই বলটি না খেললেও হত। এমন বল সে খেলতে চাইছে যেগুলো খেলার কোনো দরকারই নেই।’

‘বোলাররা ভালো বল করে তাকে বাউন্ডারি হাঁকাতে দিচ্ছে না। তার আরও একটু ধৈর্য্য ধরা উচিত। ৫০ ওয়াভ্রে খেলে আসার কথা চিন্তা করা উচিত তার। ২০ ওভারেই অনেক রান করার ভাবনা থেকে বের হয়ে আসতে হবে তাকে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »