নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খারাপ সময়টা যেন পিছু ছাড়ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানের।সেই বিশ্বকাপ থেকে ব্যাটে রান খরা,যেটা এখনো কাটিয়ে উঠতে পারেননি তামিম।
আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। কিন্তু বিশ্বকাপ মিশনে ৮ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.৩৭ গড়ে তামিমের ব্যাট থেকে রান আসে ২৩৭। তামিম নিজেও নিজের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশা করেছিলেন, বিশ্বকাপে ব্যর্থতা শেষে আক্ষেপ নিয়ে এমনটাই জানিয়েছেন নিজেই।
বিশ্বকপের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কা সফরে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। অধিনায়ক হিসেবে এই সফরেও ব্যাট হাতে এবং দলীয় ভাবে আরো একটি ব্যর্থ সফর সম্পূর্ণ করে খালি হাতে দেশে ফিরে আসতে হয় বাংলাদেশী এই পোস্টারবয়কে।
ব্যর্থতার গন্ডিতে এইভাবে ঘুরপাক খেতে থাকা তামিম ওই সময়টায় সাময়িক সময়ের জন্য বিশ্রামে গিয়ে নিজেকে আড়াল করেছিলেন বাইশ গজ থেকে। বিশ্রাম কাটিয়ে আবারো চলমান এনসিএল দিয়ে মাঠে ফিরেছেন তামিম। ফিরে আসার শুরুটাও তামিমের জন্য সুখকর ছিল না, এনসিএলের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩০ রান করে আউট হয়ে ফিরে যান তামিম।
যদিও খারাপ সময় কাটানো তামিমকে নিয়ে মোটেও উদ্বিগ্ন নন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।তামিমের রান খরা নিয়ে প্রশ্নের জবাবে হাবিবুল বাশার জানান, ‘তামিম যেভাবে ব্যাটিং করেছে কিংবা রানে ফিরতে পারছে না তা নিয়ে একেবারে চিন্তিত নই আমি।তামিমের সামর্থ্য আমাদের সবার জানা। কারণ সে দীর্ঘদিন ধরেই নিজের খেলাটি খেলে আসছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তাঁর কিছু সময় দরকার ছন্দে ফিরতে। সে যেভাবে আউট হয়েছে, এমনটা ক্রিকেটে প্রায়ই হয়। তবে আমি নিশ্চিত যে দ্রুতই রানে ফিরবে সে। সে নিজেও ফর্মে ফিরতে মুখিয়ে আছে। আমার বিশ্বাস ব্যর্থতার গন্ডি থেকে তামিম খুব দ্রুত তার স্বরূপে ফিরে আসবে।’