নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সফরের পর দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্রামের ফলে ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। এরপর সন্তান প্রসবসম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে ছিলেন না ভারত সফরেও। তবে এবার বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরে ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। অনেক দিন ক্রিকেটের বাইরে থাকা তামিম অনুশীলনে ফিরেছেন। বিপিএলের প্রথম দিন অনুশীলন করেছেন দেশ সেরা কোচ সালাউদ্দিনের অধীনে। কোচ সালাউদ্দিনের মতে, ফিটনেস ও আত্নবিশ্বাসে দারুণ তামিম। ফর্মহীনতা কাটিয়ে দ্রুত মাঠে ফিরবে তামিম এমন অভিমত কোচ সালাউদ্দিনের।
সালাউদ্দিন বলেন, ‘অনেকদিন পর এসেছে, আগে ব্যাটে-বলে লাগুক। তারপর কী করতে হবে বুঝা যাবে। দেখে মনে হচ্ছে তামিম খুব ভালো অবস্থায় আছে। দুই-একদিন গেলে ভালো ছন্দে চলে আসবে।’
ঢাকা প্লাটুনের আনুষ্ঠানিক অনুশীলন এখনো শুরু হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শুরু হবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একসাথে অনুশীলন। ব্যক্তিগত উদ্যোগেই কোচ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করছেন তামিম।
এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘ঢাকার অনুশীলন শুরু হয়নি। আমরা প্রায়ই ব্যক্তিগত উদ্যোগে এমনটা করে থাকি। এই কাজটাই করছি। সামনে একটা টুর্নামেন্ট আছে,তাই তাদের প্রস্তুতিটা নিতে হবে। তামিম অনেকদিন ধরেই খেলার মধ্যে ছিল না। তাকে আরেকটু বেশি সময় দেওয়া উচিত।’