তরুণরা ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে: হাথুরুসিংহে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পরাজয় দিয়ে বছরটা শেষে করেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। ১-১ মতায় সিরিজ শেষ করেছে শান্তর দল।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বেশ লড়াই করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে টাইগাররা। মূলত ব্যাটারদের কারণেই প্রত্যাশিত ফলটা আসে নি। সিরিজ শেষে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন সিনিয়রদের ছাড়াই তরুণ ক্রিকেটাররা সিরিজটা বেশ উপভোগ করতে চেয়েছে।

হাথুরুসিংহে বলেন, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।’

তিনি আরও বলেন ‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা যথেষ্ট ভালো প্লেয়ার। আমার মনে হয় সিরিজে তাদের মনে কোনো ভয় ছিল না। সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি, আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »