তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে সফল ক্রিকেটারের তালিকায় সবার উপরে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। শুধু বিশ্বকাপেই নয়, দলকে দীর্ঘদিন ধরে নিজের সেরাটা দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছেন সাকিব। বাংলাদেশ দল যে তাকে ছাড়া কটা অসহায় সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সাকিবের এই সফলতা যে একদিনে আসেনি সেটাও স্পষ্ট সবার সামনেই। সফলতা অর্জন করতে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। ধীরে ধীরে এমন মহানায়ক হয়ে ওঠার পেছনের গল্প জানাতে গিয়ে সাকিব জানিয়েছেন কঠোর পরিশ্রমের কথা। পাশাপাশি তরুণদের সফলতার পথ বাতলেও দিয়েছেন তিনি।

৩০ জুলাই চট্টগ্রামে একটি সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব বলেন, ‘পরীক্ষার আগে যেভাবে প্রস্তুতি নিতে হয়ে সেভাবে খেলার আগেও নিতে হয়। পরীক্ষার আগে বই পড়া থাকলে টেনশন হবার কথা নয়। নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারলে খেলার সময়ও টেনশন হবে না। স্বপ্ন দেখতে হবে ও স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে। শচীন-কোহলিদের মত ক্রিকেটার হতে হলে স্বপ্নের পিছু নিতে হবে। স্বপ্নটা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমও করতে হবে।’

চট্টগ্রাম সবসময়ই আমার ভালোবাসার জায়গা। আজকে এখানে যে সকল ক্ষুদে ক্রিকেটাররা উপস্থিত হয়েছে তাদের মধ্য থেকেই সেরা কেউ উঠে আসবে। তাদের মধ্য থেকেই কেউ নগরের চাবি উপহার পাবে।’- বলেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »