তবে কি শেষ দেখেই ফেললেন মাশরাফি?

নিউজ ডেস্ক »

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি। তবে বিসিবির কথাতেই নেননি।কারণ বিসিবি থেকে চেয়েছিলো ২ কোটি টাকা খরচ করে মাশরাফিকে বিদায় দিতে। বিশ্বকাপ পরবর্তীতে জিম্বাবুয়েকে নিজের আমন্ত্রণ জানিয়ে মাশরাফিকে বিদায় দেওয়ার পরিকল্পনার ছক কষে রেখেছিলেন বিসিবি। তবে এতো বিশাল খরচ করে বিদায় নিতে চান না সাবেক অধিনায়ক।

সম্প্রতি এক ফেসবুক লাইভ শো তে ম্যাশ জানান, তিনি মাঠে থেকে অবসর নেওয়ার প্রয়োজন দেখছেন না। তিনি মনে করেন ১ম শ্রেণী বা প্রিমিয়ার লীগে অনেক ক্রিকেটারই সঠিক দাম পান না, এছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে সেদিক বিবেচনায় এই মূহুর্তে এতো টাকা খরচ করে বিদায় নিতে চাননি তিনি। তবে কি শেষ দেখেই ফেললেন ম্যাশ? অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন! ফিটনেস আর পার্ফরমেন্স এর অবস্থা নেতিবাচকই ইঙ্গিত দিচ্ছে।

“বিলাসী” ভাবে মাঠ থেকে বিদায় নিতে চান না আগেও বলেছেন। বিসিবি না চাইলে বিশ্বকাপের শেষ ম্যাচ ই হতো ম্যাশের বিদায়ী ম্যাচ।কিন্তু বিসিবি চেয়েছিলো ঘরের মাঠে ধুমধাম করে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে বিদায় দিতে!

বাংলাদেশ সময়ঃ ৯:৫০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »