নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একদিন আগেই দক্ষিণ আফ্রিকার এমজানসি সুপার লিগ টি-টোয়েন্টিতে বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রাপ্য সম্মান পাননা বলে ক্ষোভ ঝেড়েছেন ক্রিস গেইল। আসন্ন ভারত সফরের ওয়ানডে দলে নির্বাচকরা এই ব্যাটিং দানবকে দলে রাখতে চাইলেও একদম সাফ না করে দিয়েছেন নিজে। চলতি বছরে আর কোন ক্রিকেট নয়, পুরোদমে যাচ্ছেন বিরতিতে ইউনিভার্স বস।
বিগ ব্যাশে খেলছেননা আগেই জানা গেছে, ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত এবার হুমকিতে ফেলে দিয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বিপিএল প্রসঙ্গে গেইল বলছেন কীভাবে তার নাম ড্রাফটে এলো সেটাই তিনি জানেন না। সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা নিয়েও রয়েছে গেইলের শঙ্কা।
ডিসেম্বরের ৬ তারিখ থেকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। নির্বাচকরা চাইলেও খেলতে অনিচ্ছুক গেইল বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে খেলতে ডেকেছে কিন্তু আমি নিজেই না করে দিয়েছি। তারা (নির্বাচকরা) চাচ্ছিল আমি যেন তরুণদের সাথে একসাথে খেলি কিন্তু এবছর আর কোন ক্রিকেট নয়।’
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে ছিল উইন্ডিজ তারকা গেইলের নাম, সেখানে এমনটাও দেখা গেছে গেইল পুরো বিপিএলে থাকতেই রাজি আছেন। ড্রাফটের শুরুর দিকেই বিদেশি ‘এ’+ ক্যাটাগরিতে তাকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে গেইলকে ভাবনায় রেখে পরিকল্পনাও সাজানো শুরু করেছে এই দলটি। অথচ গেইল নিজে বলছেন বিপিএল ড্রাফটে কীভাবে তার নাম এলো তা তিনি জানেনইনা, হয়েছেন অবাক আর বিস্মিত।
বিগ ব্যাশ থেকে আগেই নাম সরিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান এই ওপেনার৷ তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলতে যাচ্ছিনা। আমি ঠিক জানিনা কি ধরনের ক্রিকেট আমার জন্য অপেক্ষা করছে, এটাও জানিনা কীভাবে আমার নাম বিপিএল ড্রাফটে পৌঁছালো। তবে আমার নাম সেখানে ছিল এবং একটি দলে আমাকে অন্তর্ভূক্তও করা হয়েছে। কিন্তু সত্যিই আমি এখনো জানিনা এটা কীভাবে ঘটলো।’
যদি সত্যি গেইল নিজের সিদ্ধান্তে অটল থাকেন তবে ড্রাফটে নাম থাকা গেইলকে কিনে নেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পড়বে মহা বিপদে। গত বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন জানিয়েও পরে অবসর ইস্যুতে ইউ টার্ন নিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্যারিবিয়ান দানব। আবার এদিকে এখন জাতীয় দলে ডাক পেয়েও খেলতে রাজি না তিনি। শেষ পর্যন্ত গেইল কোন সিদ্ধান্তে অটল থাকেন আর বিপিএলে আসছেন কিনা সেটা সময়ই বলে দিবে!