তবে কি তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ?

দুর্জয় দাশ গুপ্ত »

অনেকদিন ধরেই পুরনো পিঠের ব্যথায় ভুগছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা তামিমকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দেশের একটি গণমাধ্যমের দাবি অস্ত্রোপচার করাতে হবে তামিম ইকবালকে। আর যদি অস্ত্রোপচার করান তবে তামিমকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে তামিমের দিক থেকে এখনো অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। তামিম লন্ডনে চিকিৎসকদের সাথে পরামর্শ করেই তারপর সিদ্ধান্ত নিবেন বলে জানা গিয়েছে। তবে আশার কথা হলো অপারেশন ছাড়াও তামিমের কাছে বিকল্প সুযোগ রয়েছে। পূর্নবাসন ও ইনজেকশন নিয়েও তামিম চাইলে মাঠে ফিরতে পারবেন।।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একজন কর্মকতা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এই ধরনের ক্ষেত্রে (তামিমের জন্য) অপারেশন একটি বিকল্প, তবে সম্ভবত এটিই শেষ কারণ, যদি তিনি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করেন, তবে সেক্ষেত্রে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

তামিম যদি শেষ পর্যন্ত অপারেশনের টেবিলে যান তাহলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না। কিন্তু বোর্ড এখনই তামিমের ব্যাপারে কোন সিদ্ধান্তে যেতে নারাজ। বিসিবির সেই কর্মকর্তা গণমাধ্যমকে আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি ইংল্যান্ডের চিকিৎসকরা তাকে দেখার পর তাকে কী পরামর্শ দেয়। অপারেশন ছাড়াও, পুনর্বাসন বা ইনজেকশনের মতো অন্যান্য বিকল্প রয়েছে।’

গুঞ্জন আছে তামিম ইনজেকশন নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবেন। কারণ ইনজেকশন নেওয়ার চার দিনের মাথায় পুনরায় মাঠে ফেরা সম্ভব। এজন্যই হয়তো তামিম পুরনো ব্যথা নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবেন। তবে এখনো কোন কিছু খোলাশা করে বলা যাচ্ছে না। লন্ডনে চিকিৎসকদের সাথে তামিম কথা বলার পরেই সবকিছু জানা যাবে।

উল্লেখ্য, গত আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পরে তামিম অবসরের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার ঠিক পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারো অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »