তবে কি টুইটার থেকে নির্বাসনে যাচ্ছেন শেবাগ?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বক্রিকেটে গতকাল (৩ নভেম্বর) ২০ ওভারি ফরমেটের হাজার তম ম্যাচ আয়োজিত হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যে ম্যাচে মাঠে নেমেছিলো এশিয়ার দুই পরাশক্তি ভারত-বাংলাদেশ।

ম্যাচটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটের এক দাপুটে জয় পায় বাংলাদেশ। এ জয়ে প্রতিবেশী রাজ্যের (ভারত) বিরুদ্ধে প্রথম বারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের আনন্দ ভোগ করে টাইগাররা।

সিরিজটি শুরু হওয়ার আগে স্টার স্পোর্টসের বানানো একটি কমার্শিয়ালে অংশ নেন শেবাগ। যেখানে বাংলাদেশী সমর্থকদের ব্যঙ্গ করার মনোবাঞ্ছা নিয়ে একটি ভিডিও করেন শেবাগ। এ নিয়ে তিনি বাংলাদেশী সমর্থকদের প্রচুর সমালোচনার মুখে পড়েন।

আর এখন ভারতের বিপক্ষে জয়ের পর ভিডিওটি শেয়ার করে শেবাগকে নিয়ে ব্যঙ্গ করার উৎসবে মেতে উঠে বাংলাদেশী সমর্থকরা। বাংলাদেশী সমর্থকদের ব্যঙ্গ করতে গিয়ে শেবাগের পাশার দান ঘুরে গেলো আর রূপান্তরিত হলো নিজেই এক ব্যঙ্গাত্মক বস্তুতে। এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

কেননা স্টার স্পোর্টসে বানানো সেই ভিডিওতে শেবাগ বলেন, ‘ভগবান আমি টুইট করা ছেড়ে দেবো। শুধু এই টি-টোয়েন্টিটা সামলে দাও।’
এক পর্যায়ে তিনি তো এটাও বলে ফেলেন, ‘হেরে যাবার ভয় নেই। শুধু এদের নাটকের চিন্তা।’

ভিডিওটির মাধ্যমে বুঝানো হয়েছে, বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জয় পায় তাহলে শেবাগ টুইট করা থেকে আজীবনের জন্য অব্যহতি নিবেন।

এখন মনে প্রশ্ন উঠতেই পারে!….
বাংলাদেশ তো জিতে গেলো। তবে কি টুইটার ছাড়ছেন শেবাগ? ম্যাচ শেষ হওয়ার পর এখন পর্যন্ত শেবাগ তার টুইটার একাউন্ট থেকে কোনো টুইট করেন নি। আর এতেই প্রশ্নটা জোরদার মাত্রা পাচ্ছে। তবে কি সত্যি সত্যিই টুইট থেকে আজীবনের জন্য বিদায় নিলেন সাবেক এই ব্যাটসম্যান?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »