তবে কি আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাকে। এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন বলে জানা গেছে।

আফগানিস্তানের ইনিংসের একবারে শেষ দিকে আঙুলে ব্যথা পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ব্যাটারকে সাত নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায়। তখনই উঠে প্রশ্ন। ৩ বলে তিনি ১ রান করে আউট হয়ে যান।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন গনমাধ্যমকে  জানিয়েছেন এই সিরিজে মুশফিকের খেলা সম্ভবত আর হচ্ছে না, ‘হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস।  কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।’ তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন তারা ধারণা করছেন মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে, ‘আঙুলে চিড় হয়েছে বলে এখনো সাসপেক্ট করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »