ঢাকা লীগ ২০২৪: সর্বোচ্চ ছয় হাঁকানো ৫ ব্যাটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাওয়ার হিটিংয়ে বাংলাদেশী ব্যাটারদের দুর্বলতা বেশ পুরনো। বিগত এক দশক আগে জাতীয় দলের হয়ে ঝড়ো ব্যাট করে যাওয়া আফতাব আশরাফুলের মানের ব্যাটারও পায়নি এখনো বাংলাদেশ। তাওহীদ হৃদয় নিজেকে মেলে ধরছেন। সৌম্য, লিটনরা কালে ভদ্রে জ্বলে উঠেন। ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের হতশ্রীচিত্র ফুটে উঠে টি২০ ক্রিকেট ম্যাচের মাঝে।

টি২০ ক্রিকেটেই যেখানে ঝড়ো ব্যাটিংয়ে দুর্বলতা লক্ষণীয়, সেখানে ওয়ানডে ক্রিকেটের কথা না বললেই চলে। ঝড়ো ব্যাটিংয়ে সীমাবদ্ধতার সময়েও বেশ কিছু ক্রিকেটার ঝড়ো ব্যাটিং করার চেষ্টা করেন। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লীগেও অনেকেই দূর্দান্ত ব্যাটিং করেছেন।

ঢাকা লীগে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহিদুল অঙ্কন হার্ডহিটার ব্যাটার না হলেও ১৬ ম্যাচে ২৭টি ছয় হাঁকিয়েছেন অঙ্কন। অঙ্কনের চেয়ে ৩ ম্যাচ কম খেলে মাত্র ১৩ ম্যাচে ২৭টি ছয় হাঁকিয়েছেন ঝড়ো ব্যাট করতে পারদর্শী যুব বিশ্বকাপজয়ী ওপেনার পারভেজ হোসাইন ইমন।

লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলা তৌফিক খান মাত্র ১১ ম্যাচে ২৬টি ছয় হাকিয়েছেন। সাম্প্রতিক সময়ে ঝড়ো ব্যাটিংয়ে আলোচনায় থাকা হাবিবুর রহমান সোহান ১২ ম্যাচে ২৫টি ছয় হাঁকিয়েছেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে ২০ বছর বয়সী জিসান আলম শাইনপুুকুরের হয়ে ১৩ ম্যাচ খেলে ২৪টি ছয় হাঁকিয়েছেন।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক সৈকত ১৬ মাচে ২২, এনামুল হক বিজয় ১৩ ম্যাচে ২২, সাইফ হাসান ১৬ ম্যাচে ২১টি ছয় হাঁকিয়েছেন। ২০টি করে ছয় হাঁকিয়েছেন জাকির হাসান, জিয়াউর রহমান ও রনি তালুকদার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »