ঢাকা লীগে বল হাতে আলো ছড়িয়েছেন রুয়েল মিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লীগ ২০২৪ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিঃ। রানার্সআপ হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্ধী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় লিষ্ট এ টুর্নামেন্টে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন অনেক ক্রিকেটার। তাদের মধ্যে আবু হায়দার রনি, রুয়েল মিয়া, হাসান মাহমুদ, নাজমুল ইসলাম, নাসুম আহমেদ, ইরফান আহমেদ, রিশাদ হোসেন ও আবদুল গাফফর সাকলাইনরা অন্যতম।

বল হাতে সর্বোচ্চ ৩১ উইকেট শিকার করেন তারকা বোলার আবু হায়দার রনি। বিপিএলের শেষের দিকে দূর্দান্ত বোলিং করার রনি মোহামেডানের হয়ে ১৬ ম্যাচে সর্বোচ্চ ৩১ উইকেট শিকার করেন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিতমুখ সম্ভাবনময় পেসার রুয়েল মিয়া গাজী গ্রæপের হয়ে ১৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেন। এখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না হওয়া রুয়েল মিয়া প্রতিনিয়ত পারফর্ম করছেন ঘরোয় লীগে।

জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ প্রাইম ব্যাংকের হয়ে ১৪ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন। একই দলের হয়ে ১৫ ম্যাচে ২৫ উইকেট শিকার করেন নাগিনখ্যাত নাজমুল ইসলাম অপু। মোহামেডানের হয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করেন জাতীয় দলের তারকা স্পিনার নাসুম আহমেদ।

এছাড়াও তরুণ পেসার ইরফান হোসেন সিটি ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ২৪ উইকেট শিকার করেন। রিশাদ হোসাইন শাইনপুকুরের হয়ে ১০ ম্যাচে ২৩ উইকেট শিকার করেন। আব্দুল গাফফার সাকলাইন গাজী গ্রæপের হয়ে ১১ ম্যাচে ২১ উইকেট শিকার করেন। তাইবুর রহমান শেখ জামালের হয়ে ১৬ ম্যাচে ২১ উইকেট শিকার করেন। একই দলের হয়ে শফিকুল ইসলাম ১৩ ম্যাচে ২১ উইকেট শিকার করেন।

মোসাদ্দেক সৈকত আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ২০, তানভীর ইসলাম একই দলের হয়ে ১৩ ম্যাচে ২০ ও মাহেদী হাসান প্রাইম ব্যাংকের হয়ে ১৩ ম্যাচে ২০ উইকেট শিকার করেন। তানজীম সাকিব আবাহনীর হয়ে মাত্র ৮ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন।

রেজাউর রহমান রাজা ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন। তবে ঢাকা লীগে এবারের সেরা বোলিং ফিগার রাজার। প্রাইম ব্যাংকের হয়ে শেখ জামালের বিরুদ্ধে মাত্র ২৩ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৮ উইকেট শিকার করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »