নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লীগ ২০২৪ এ টানা ১৬ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী আবাহনী লিঃ। চ্যাম্পিয়ন হওয়া আগেই নিশ্চিত হয়ে গেলেও গতকাল
১২ জয় নিয়ে রানার্সআপ হয়েছে মোহামেডান স্পোর্টিং লিঃ। ঢাকা প্রিমিয়ার লীগ লিষ্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে।
আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পর পাশাপাশি লিষ্ট এ ক্রিকেটে টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। ঢাকা লীগ ২০২২-২৩ মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে জয় সহ চলতি আসরের ১৬ ম্যাচ মিলিয়ে টানা ১৭ জয় তুলে নিয়েছে দলটি।
এর মাধ্যমে লিষ্ট এ ক্রিকেটের ইতিহাসে ৪র্থ দল হিসেবে সর্বোচ্চ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে আবাহনী। আন্তর্জাতিক ওয়ানডেতে (লিষ্ট এ) টানা সর্বোচ্চ ২১টি ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে এই রেকর্ড গড়ে অজিরা। এর আগে ১৯৮৩-৮৬ মৌসুমে টানা ২০ ম্যাচ জিতেছিল আফ্রিকার ঘরোয়া দল ট্রান্সভাল। এই রেকর্ডটি এখন দুইয়ে অবস্থান করছে। শ্রীলংকার শিংহলিজ স্পোর্টিং ক্লাব ২০১৮-১৯ মৌসুমে টানা ১৮ জয় পেয়েছে। এটি বর্তমানে সর্বোচ্চ জয়ের রেকর্ডে ৩য় স্থানে আছে।
লিষ্ট এ (ওয়ানডে) ম্যাচে টানা ২১ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার হলেও টি২০ ক্রিকেটে টানা সর্বোচ্চ ২৫ জয়ের রেকর্ড পাকিস্তানের ঘরোয়া দল শিয়ালকোট স্ট্যালিয়নসের। ২০১৬-১০ সাল পর্যন্ত টানা ২৫ ম্যাচ জিতেছিল দলটি।